পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় * 6.86 sarva dirgati-godhana-dhárani, the destroyer of all evils. Thus did the Lord convert her into a Bhikshuni. –The Sanskrit Buddhist Literature, p 224 প্রসঙ্গতঃ ইহা উল্লেখ করা যাইতে পারে যে, এই বৌদ্ধ উপাখ্যান অবলম্বনেই পরলোকগত কবি সতীশচন্দ্র রায় ‘চণ্ডালী’ নামে সুদীর্ঘ একটি কবিতা লিখিয়াছিলেন। রবীন্দ্রনাথ-সম্পাদিত 'বঙ্গদর্শন’ পত্রিকায় ( ১৩১০ মাঘ, পৃ ৪৪৯-৫৪ ) কৰিতাটি প্রকাশিত হইয়াছিল । ‘চণ্ডালিকা' প্রকাশের প্রায় চার বৎসর পরে রবীন্দ্রনাথ উহাকে নৃত্যনাট্যে রপান্তরিত করেন । ১৩৪৪ সালের ফাঙ্কনে ‘চণ্ডালিকা নৃত্যনাট্য প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্র-রচনাবলীর পরবর্তী পঞ্চবিংশ খণ্ডে ‘চণ্ডালিকা’র উক্ত রূপান্তর भूमिड झ्झेब्रांप्छ । তাসের দেশ ‘তাসের দেশ’ বাংলা ১৩৪০ সালের ভাদ্র মাসে, চণ্ডালিকার সহিত একই সময়ে, প্রথম বাহির হয় । উক্ত সংস্করণে মলাটের দ্বিতীয় পৃষ্ঠায় নাটিকাটির সমসাময়িক অভিনয়-সংবাদটুকুও মুদ্রিত হইয়াছিল— थशंभ बछिनग्न ম্যাডান থিয়েটার ২৭শে, ২৮শে, ও ৩০শে ভাদ্র

  • 38 о

১৩৪৫ সালের মাঘ মাসে ‘তাসের দেশ'এর যে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় তাহা বহল পরিমাণে ‘সংশোধিত ও পরিবর্ধিত সংস্করণ। রবীন্দ্র-রচনাবলীতে নাটিকাটির অধুনাপ্রচলিত উক্ত পরিবর্ধিত পাঠই মুদ্রিত হইল। দ্বিতীয়সংস্করণ ‘তাসের দেশ স্বভাষচন্দ্র বস্থকে উৎসর্গীকৃত হয় । প্রথম সংস্করণের ভূমিকা অংশ দ্বিতীয় সংস্করণে পরিবর্ধিত ও পরিশোধিত আকারে ‘প্রথম দৃষ্ঠে পরিণত হইয়াছে। পত্ৰলেখা চরিত্র ( বর্তমান গ্রন্থের পৃ ১৬৩) নৃতন সংযোজিত হইয়াছে। রাজপুত্রের ‘আমার মন বলে চাই চাই গো' (পৃ ১৬৩) গানটি প্রথম সংস্করণে তোমার মন বলে চাই চাই গো ইত্যাদি পাঠাভরে রাজপুত্রের