পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী যাবার স্বরে আসার স্বরে করলি একাকার গো । সবাই অাপন পণনে অামায় আবার কেন টানে । পুরানো শীত পাতা-ঝরা, তাক্সেএমন নুতন-করা ? মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো ॥ ‘ඌ নবযৌবনের গান আমরা নূতন প্রাণের চর । আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর । নিয়ে পক্ক পাতার পুজি পালাবে শীত ভাবছ বুঝি । ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার পর । তোমায় বাধব নুতন ফুলের মালায় বসন্তের এই বন্দীশালায় । জীণ জরার ছদ্মরূপে 粗 এড়িয়ে যাবে চুপে চুপে ? তোমার সকল ভূষণ ঢাকা আছে இ. নাই যে অগোচর গো ॥ > > ○