পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ ο ο রবীন্দ্র-রচনাবলী তোমার নাটকের প্রধান পাত্র কে কে । এক হচ্ছে সর্দার । সে কে । Af যে আমাদের কেবলই চালিয়ে নিয়ে যাচ্ছে। আর-একজন হচ্ছে চন্দ্ৰহাস । সে কে । 嘯 যাকে আমরা ভালোবাসি—আমাদের প্রাণকে সে-ই প্রিয় করেছে। আর কে আছে । * দাদা— প্রাণের আনন্দটাকে যে অনাবশ্বক বোধ করে, কাজটাকেই যে সার মনে করেছে। আর কেউ আছে ? আর আছে এক অন্ধ বাউল । অন্ধ ? হঁ৷ মহারাজ, চোখ দিয়ে দেখে না ব’লেই সে তার দেহ মন প্রাণ সমস্ত দিয়ে দেখে । তোমার নাটকের প্রধান পাত্রদের মধ্যে আর কে আছে । আপনি আছেন। আমি ! ই মহারাজ, আপনি যদি এর ভিতরে না থেকে বাইরেই থাকেন তা হলে কবিকে গাল দিয়ে বিদায় ক’রে ফের শ্রুতিভূষণকে নিয়ে বৈরাগ্যবারিধির চৌপদী ব্যাখ্যায় মন দেবেন। তা হলে মহারাজের আর মুক্তির আশা নেই। স্বয়ং বিশ্বকবি হার মানবেন— ফাঙ্কনের দক্ষিণ হাওয়া দক্ষিণ না পেয়েই বিদায় হবে ।