পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় ురిసి উহার প্রথম অস্থচ্ছেদটি ভারতীর (১৩০৫ অগ্রহায়ণ) সাময়িক সাহিত্য হইতে এবং সর্বশেষ অনুচ্ছেদটি ভাণ্ডারের ( ১৩১২ বৈশাখ ) ৫২ পৃষ্ঠার পাদটীকা হইতে সংকলিত । এই স্থত্রে সাধনার (৪র্থ বর্ষ ১ম ভাগ ) ১৯০ পৃষ্ঠার পাদটীকার একটি অংশ নিম্নে উদ্ধৃত ट्झेल : “কেনেধিতং পততি প্রেষিতং মনঃ কেন প্রাণ; প্রথমঃ প্রৈতিযুক্তঃ . "প্রৈতি’ শব্দটির প্রতি আমরা পাঠকদের মনোযোগ আকর্ষণ করিতে ইচ্ছা করি। বাংলাভাষায় এই শব্দটির অভাব আছে। যেখানে বেগপ্রাপ্তি বুঝাইতে ইংরেজিতে impulse শব্দের ব্যবহার হয় আমাদের বিবেচনায় বাংলায় সেই স্থলে প্রৈতি শব্দের প্রয়োগ হইতে পারে।” & বাংলা ক্রিয়াপদের তালিকা পুস্তিকাটি বঙ্গীয় সাহিত্যপরিষদের সহকারী সম্পাদক ব্যোমকেশ মুস্তফী মহাশয়ের একটি নিবেদনসহ প্রচারিত হয়। বঙ্গীয় সাহিত্যপরিষদের সৌজন্যে প্রাপ্ত একখণ্ড পুস্তিক হইতে নিম্নে উহা মুদ্রিত হইল : বঙ্গীয় সাহিত্যপরিষদের প্রধান উদেশ্ব বাংলাভাষার অভিধান ও ব্যাকরণ সংকলন। এই উদ্দেগুসাধনের জন্ত পরিষৎ সর্বপ্রথমে বাংলাভাষার যাবতীয় শব্দ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছেন। পূর্বে পরিষৎপত্রিকায় বিদ্যাপতির শব্দসংগ্রহ প্রকাশিত হইয়াছিল । মধ্যে দু-একজন মাতৃভাষানুরাগী ব্যক্তি স্ব স্ব ইচ্ছামতো শব্দসংগ্ৰহ করিয়া পঠাইয়া দিয়াছিলেন, কিন্তু একটা প্রণালী অনুসারে সংগ্রহকার্য চলিতে নী থাকিলে কোনোদিন কার্যের উন্নতি এবং সমাপ্তি ঘটিবে না, এই বিবেচনায় বঙ্গীয় সাহিত্যপরিষৎ শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সংগৃহীত 'বাংল। ক্রিয়াপদের তালিকা প্রকাশ করিয়া আপনাদের নিকট পাঠাইতেছেন। گیتی বঙ্গীর সাহিত্যপরিষদের একান্ত অনুরোধ, আপনি বা আপনার বন্ধুবান্ধবের সাহায্যে এই তালিকার অতিরিক্ত বাংলাক্রিয়াপদের সংগ্ৰহ করিয়া দিলে পরিষদের বিশেষ সাহায্য হইবে। সংগ্রহ-বিষয়ে নিম্নলিখিত কয়েকটি বিষয়ে মহাশয়ের মনোযোগ আকর্ষণ করিতেছি— ১ । শব্দটির চলিত উচ্চারণ অর্থাৎ কথোপকথনকালে যে উচ্চারণ ব্যবহৃত হয়, তাহাই লিখিবেন; তাহাকে শুদ্ধ করিয়া বা লিখিত ভাষায় কিরূপে ব্যবহার করিলে ভালো হয়, তাহ বিবেচনা করিয়৷ তদনুসারে তাহার উচ্চারণ পরিবর্তন করিবেন না । ২ । আপনি যে-জেলার আধবাসী সেই জেলার উচ্চারণ অনুসারে লিখিবেন । যদি আপনি প্রবাসী অর্থাৎ এখন বে-জেলায় বাস করেন সে-জেলার অধিবাসী না হন, তবে আপনার স্বদেশী উচ্চারণ অনুসারে লিখিবেন, এবং সুবিধা হইলে প্রবাসের উচ্চারণও দিবেন। ৩ । বাংলাভাষায় শব্দসংগ্রহ সকল জেল হইতেই হওয়া আবখ্যক ; এমন অনেক কথা আছে যাহ। এক স্থানে প্রচলিত, কিন্তু অন্ত স্থানে নাই বা অন্ত স্থানে তৎপরিবর্তে অন্ত শব্দ চলিত আছে। এ-সকল