পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রাঙ্গদা । 6 جة سمتا চিত্রাঙ্গদ। কঠিন সবল বাহু বিধিতে শিখেছে লক্ষ্য, বাধিতে পারে না বীরততু, হেন স্বকোমল নাগপাশে । কিন্তু শুনিয়াছি, স্নেহে নারী বীর্ষে সে পুরুষ । ছি ছি, সেই তার মন্দ ভাগ্য । নারী যদি নারী হয় শুধু, শুধু ধরণীর শোভা, শুধু আলো, শুধু ভালোবাসা, শুধু স্বমধুর ছলে, শতরূপ ভঙ্গিমায় পলকে পলকে লুটায়ে জড়ায়ে বেঁকে বেঁধে হেসে কেঁদে সেবায় সোহাগে ছেয়ে চেয়ে থাকে সদা, তবে তার সার্থক জনম । কী হইবে কর্মকীতি বীর্যবল শিক্ষাদীক্ষণ তার । হে পৌরব, কাল যদি দেখিতে তাহারে এই বনপথপাশ্বে, এই পূর্ণাতীরে, ওই দেবালয়মাঝে— হেসে চলে যেতে । হায় হায়, আজ এত হয়েছে অরুচি নারীর সৌন্দর্ঘে, নারীতে খুজিতে চাও পৌরুষের স্বাদ ! এস নাথ, ওই দেখো গাঢ়চ্ছায়া শৈলগুহামুখে, বিছাইয়া রাখিয়াছি আমাদের মধ্যাহ্ন-শয়ন, কচি কচি পীতশ্যাম কিশলয় তুলি আৰ্দ্ৰ করি ঝরনার শীকরনিকরে । গভীর পল্লবছায়ে বসি, ক্লাস্তকণ্ঠে কাদিছে কপোত, “বেলা যায়- “বেলা যায়” বলি । কুলু কুলু বহিয়া চলেছে নদী ছায়াতল দিয়া । শিলাখণ্ডে স্তরে স্তরে সরস কুস্নিগ্ধ সিক্ত শু্যামল শৈবাল ఏసా)