পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&QS রবীন্দ্র-রচনাবলী অামি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জালাব ন| আঁধার দেশে সুসভ্যতার আলোক । যদি ননি-ছানার গায়ে কোথা ও অশোক-নীপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক । ് কমফল পরজন্ম সত্য হলে কী ঘটে মোর সেটা জানি—- আবার অামায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী । গদ্য পদ্য লিখকু ফেঁদে, তারাই আমায় আনবে বেঁধে, অনেক লেখায় অনেক পাতক, সে মহাপাপ করব মোচন— অামায় হয়তো করতে হবে অামার লেথ -সমালোচন | ততদিনে দৈবে যদি পক্ষপাতী পাঠক থাকে কর্ণ হবে রক্তবর্ণ এমনি কটু বলব তাকে