পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী שף ל আঁচল বিছায়ে রাখি, পথখুলা দিব ঢাকি— ফিরে এলে হে বিজয়ী, হৃদয়ে বরিয়া লব । অক্ষয় । রথ প্রস্তুত, এখন কী অানব বলো । নীরবালা — আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে— নববসস্তশোভা এনে এ শূন্তবনে । সোনার প্রদীপে জালো আঁধার ঘরের আলো, পরাও রাতের ভালে চাদের তিলক নব । অক্ষয়। আর সব ভালো, কেবল তোমার ফর্দের মধ্যে সোনার প্রদীপটাই আক্কার ঠেকছে। চেষ্টার ক্রটি হবে না। নীরবালা। দিদিদের সভাটা কোন ঘরে বসবে মুখুজ্জেমশায়। অক্ষয় । আমার বসবার ঘরে । 彈 নীরবালা । তা হলে সে ঘরটা একটু সাজিয়ে-গুজিয়ে দিইগে। অক্ষয়। যতদিন আমি সে ঘরটা ব্যবহার করছি একদিনও সাজাতে ইচ্ছে হয় নি বুঝি ? নীরবালা । তোমার জন্যে ঝডু বেহার আছে, তবু বুঝি আশ মিটল না ? পুরবালার প্রবেশ পুরবালা। কী হচ্ছে তোমাদের। নীরবালা । মুখুজ্জেমশায়ের কাছে পড়া বলে নিতে এসেছি দিদি। তা, উনি বলছেন ওঁর বাইরের ঘরটা ভালো করে ঝেড়ে সাজিয়ে না দিলে উনি পড়াবেন না। তাই সেজদিদিতে আমাতে ওঁর ঘর সাজাতে যাচ্ছি। আয় ভাই । নৃপবালা। তোর ইচ্ছে হয়েছে তুই ঘর সাজাতে যা-না— আমি যাব না। নীরবালা। বাঃ, আমি এক খেটে মরব, আর তুমি-স্বদ্ধ তার ফল পাবে সে হবে न । 'ಡ್ (3ಿಲ್ಲ!কুরিয়া লইয়নীর চলিয়া গেল __পুরবালা। সব গুছিয়ে নিয়েছি। এখনও ট্রেন যাবার দেরি আছে বোধ হয়। । অক্ষয়। যদি মিস করতে চাও তা হলে ঢের দেরি আছে।