পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•s রবীন্দ্র-রচনাবলী লজ্জায় সর্থীর মুখ রাঙা, এ মিথ্যা কথার কী করে যে প্রতিবাদ করা যায় ভেবে সে পেল না । সন্ধ্যার আগেই অন্ধকার ঘনিয়ে এসেছে ; থেকে থেকে বাদল বাতাসে দরজাট ব্যস্ত হয়ে ওঠে, বৃষ্টির ঝাপটা লাগে কাচের সাশিতে ; বারান্দার টব থেকে মৃদুগন্ধ দেয় জুই ফুল ; ইটুজল জমেছে রাস্তায়, তারি পর দিয়ে মাঝে মাঝে ছলো ছলে শব্দে চলে গাড়ি । দীপালোকহীন ঘরে সেতারের ঝংকারের সাথে সুনীত ধরেছে গান নটমল্লারের স্বরে— আওয়ে পিয়রওয়া, রিমিঝিমি বরখন লাগে ! সুরের সুরেন্দ্রলোকে মন গেছে চলে, নিখিলের সব ভাষা মিলে গেছে অখণ্ড সংগীতে অন্তহীন কালসরোবরে মাধুরীর শতদল— তার পরে যে রয়েছে এক বসে চেন যেন তবু সে অচেনা। সন্ধ্যা হল । বৃষ্টি থেমে গেছে ; জলেছে পথের বাতি ।