পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSe o রবীন্দ্র-রচনাবলী অন্তরতল মন্থন করে ছন্দে সাদার কালোর দ্বন্দ্বে, নানা ভালো নানা মন্দে, নানা সোজা নানা বাকীতে । ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে, মুক্তিরণের ধোদ্ধ বীরের ভ্ৰভঙ্গে, ছন ছুটিল প্রলয়পথের রুদ্র রথের চাকাতে ॥ রাজা । কিছু বুঝলে তোমরা ? তাসের দল। কিছুই না। রাজা। তবে ? তাসের দল। মন মেতে উঠল । রাজা। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শস্ত্রের ছনা একট। শোনে — শান্ত যেই জন যম তারে ঠেলে ঠেলে নেড়েচেড়ে যায় ফেলে ; বলে, “মোর নাহি প্রয়োজন ।” শোনো বিদেশী । রাজপুত্র। আদেশ করো। রাজা। তোমরা যে তাসদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ— জলে দিচ্ছ ভুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুডুল হাতে বনে কাটছ পথ— এ-সব কেন । রাজপুত্র । রাজাসাহেব, তোমরা যে কেবলই উঠছ বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্চ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন । রাজা । সে অামাদের নিয়ম । রাজপুত্র। এ আমাদের ইচ্ছে । রাজা । ইচ্ছে ? কী সর্বনাশ ! এই তাসের দেশে ইচ্ছে ! বন্ধুগণ, তোমরাসবাই কী বল । ছক-পঞ্জা । আমরা ওর কাছে ইচ্ছেমন্ত্র নিয়েছি । রাজা। কী মন্ত্র ।