পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪৪ রবীন্দ্ৰ-রচনাবলী চোখের বালি চোখের বালি ১৬০৯ সালে গ্ৰন্থাকারে প্রকাশিত হয়। প্ৰথম সংস্করণের শেষ অংশ ( “তখন ঘোমটা-মাথায় আশা- ভগবান তোমাদের চিরসুখী করুন।”—পূঃ ৪৯৯-৫১, রচনাবলী) বৰ্তমানে স্বতন্ত্ৰ গ্ৰন্থাকারে প্রচলিত সংস্করণে বৰ্জিত হইয়াছিল, রচনাবলী-সংস্করণে তাহা যোগ করিয়া দেওয়া হইল।

আত্মশক্তি

আত্মশক্তি ১৩১২ সালে গ্ৰন্থাকারে প্রকাশিত হয়। পরে ইহা অার স্বতন্ত্ৰ গ্ৰন্থাকারে প্রচলিত ছিল না, ইহার অনেকগুলি ‘গদ্যগ্ৰন্থাবলী’র অন্তৰ্গত বিভিন্ন গ্ৰন্থে সংকলিত হইয়াছিল; ‘স্বদেশী সমাজ,’ ‘স্বদেশী সমাজ প্ৰবন্ধের পরিশিষ্ট’ ও ‘সফলতার সদুপায়’ সমূহ গ্ৰন্থে, ‘ছাত্ৰদের প্ৰতি সম্ভাষণ' শিক্ষা গ্রন্থে, ‘দেশীয় রাজ্য’ স্বদেশ গ্ৰন্থে সন্নিবিষ্ট হয়, ভারতবৰ্ষীয় সমাজের এক অংশ স্বদেশী সমাজ প্ৰবন্ধের পরিশিষ্টের সহিত যুক্ত করিয়া দেওয়া হয়। বিভিন্ন গ্ৰন্থের অন্তভূক্ত করিবার সময় প্ৰবন্ধ গুলিকে বিশেষভাবে সংক্ষিপ্ত করা হইয়াছিল। সেই পৰিবৰ্জিত অংশগুলি রচনাবলীতে পুনরায় যোগ করিয়া দেওয়া হইয়াছে।

অাত্মশক্তির প্ৰবন্ধগুলি ১৩০৮-১২ সালে বঙ্গদৰ্শনে প্ৰকাশিত হয়, যথা, নেশন কী ( ১৩৪৮), ভারতবৰ্ষীয় সমাজ ( হিন্দুত্ব’ নামে; ১৩০৮), স্বদেশী সমাজ ( ১৩১১), স্বদেশী সমাজ প্ৰবন্ধের পরিশিষ্ট ( ১৩১১), সফলতার সদুপায় ( ১৩১১), ছাত্ৰদের প্ৰতি সম্ভাষণ ( ১৩১২), য়ুনিভাসিটি বিল ( ১৩১১), অবস্থা ও ব্যবস্থা ( ১৩১২), ব্ৰতধারণ ( ১৩১২), দেশীয় রাজ্য ( ১৩১২)।

স্বদেশী সমাজ ৭ শ্ৰাবণ ( ১৩১১) তারিখে মিনাৰ্ভ রঙ্গমঞ্চে চৈতন্য লাইব্ৰেরির বিশেষ অধিবেশনে প্ৰথম পঠিত হয়, পরে পরিবধিত, অাকারে ১৬ শ্ৰাবণ তারিখে কৰ্জন রঙ্গমঞ্চে পুনঃপঠিত হয়। ছাত্ৰদের প্রতি সম্ভাষণ ১৭ চৈত্ৰ ( ১৩১১) তারিখে ক্লাসিক রঙ্গমঞ্চে পঠিত হয়। অবস্থা ও ব্যবস্থা ৯ ভাদ্ৰ ( ১৩১২) টাউন হলে পঠিত হয়। দেশীয় রাজ্য ১৭ আষাঢ় ( ১৩১২) “রাজধানী আগরতলায় ‘ত্ৰিপুরা সাহিত্য-সন্মিলনী’র প্ৰতিষ্ঠা উপলক্ষে পঠিত হয়।

সফলতার সদুপায় প্ৰবন্ধের উপলক্ষ্য, বঙ্গদৰ্শনে প্ৰকাশিত উক্ত বন্ধের কোনো কোনো অংশ উদ্ধত করিলে অধিকতর পরিস্কুট হইবে।— শহরে এবং ভদ্রপল্লীতে প্ৰাথমিক শিক্ষার যেরক্ষপ . ব্যবস্থা অাছে, কৃষিপঞ্জীগুলিতে ঠিক সেক্সপ ব্যবস্থা অনুপযুক্ত বলিয়া স্থির হইয়াছে।