পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, बाजरकोछूक \రి ఆశి ब মাভাজির প্রবেশ * W = মাতাজি । এ বাড়িতে আমার থাকার সুবিধা হচ্ছে না । এর চেয়ে বড়ো বাড়িওয়ালা । এ বাড়ি ছাড়া আমার আর একটিমাত্র বড়ো বাড়ি আছে । সেট মাতাজি। তা, ভাড়া বেশি দেব, কিন্তু সেই বাড়িতেই আমি কাল যেতে চাই । । বাড়িওয়ালা। সবে পরশু দিন সেখানে একটি ভাড়াটে এসেছে। একটি কোন সদরআলার বিধবা স্ত্রী— পশ্চিম থেকে মেয়ের জন্যে পাত্র খুজতে এসে আমার সেই উনপঞ্চাশ নম্বরের বাড়িতে উঠেছে। в . . . . . মাতাজি । উনপঞ্চাশ নম্বর ! ঠিক আমি যা চাই । তোমার এ বাড়ির নম্বর उtदलों नग्न ! | r . বাড়িওয়াল। বাইশ নম্বর ভালো নয় মাতাজি ? কারণটা কী বুঝিয়ে বলুন। মাতাজি । বুঝতে পারছ না— দুয়ের পিঠে দুই— * ~ * * . . . . . . . . ; বাড়িওয়ালা। ঠিক বলেছেন মাতাজি, দুয়ের পিঠে দুইই তো বটে। এতদিন ওটা ভাবি নি । š মাতাজি । দুইয়েতে কিছু শেষ হয় না, তিন চাই । দেপো-না আমরা কথায় বলি, দু-তিন জন— l বাড়িওয়াল । ঠিক ঠিক, তা তো বলেই থাকি। মাতাজি। যদি দুই বললেই চুকে যেত, তা হলে তার সঙ্গে আবার তিন বলব কেন ? বুঝে দেখো । o . বাড়িওয়ালা। আমাদের কী বা বুদ্ধি, তাই বুঝব। সবই জানতুম, তবু তো বুঝি নি। মাতাজি। তাই, ওই দুইয়ের পিঠে দুই বলেই আমার মন্ত্র কিছুই সৃফল হচ্ছে না। স্ত্রী। (আত্মগত ) বেঁচে থাক্ আমার দুয়ের পিঠে দুই । মন্ত্র সফল হয়ে কাজ মাতাজি । উনপঞ্চাশের মতো এমন সংখ্যা আর হয় না । বাড়িওয়ালা । ( জনাস্তিকে ) শুনলে তো গিঞ্জি ? l t স্ত্রী । ( জনাস্তিকে ) শুনে হবে কী ? তোমার উনপঞ্চাশ যে অনেক কাল হল: পেরিয়েছে। 鸭 . . . . . . . . . বাড়িওয়াল। কিন্তু মাতাজিকে কি কালই সে বাড়িতে যেতে হবে ? : y