পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांछर्दि 8్సరి এই পত্ৰ পড়িয়া সহসা প্রবল ভূমিকম্পে যেন কুমার মহম্মদের হৃদয় ৰিজীর্ণ হইয়া গেল, তিনি এক মুহূর্ত আর স্থির থাকিতে পারিলেন না । তৎক্ষণাৎ সাম্রাজ্যের আশা, বাদশাহের অনুগ্রহ, সমস্ত তিনি তুচ্ছ জ্ঞান করিলেন। প্রথম যৌবনের দ্বীপ্ত হুতাশনে তিনি ক্ষতিলাভের বিবেচনা সমস্ত বিসর্জন করিলেন । তাহার পিতার সমস্ত কার্ধ ॐांशब अङाख चछाग्न ७ निईब्र वलिब्रा ८वाथ झ्हेण । निऊांब्र वक्लयज्ञथव4 निईब्र নীতির বিরুদ্ধে ইতিপূর্বে তিনি পিতার সমক্ষেই আপন মত স্পষ্ট ব্যক্ত করিতেন, এবং কখনো কখনো তিনি সম্রাটের বিরাগভাজন হইতেন । আজ তিনি তাহার সৈন্তাধ্যক্ষদের মধ্যে কয়েক জন প্রধান প্রধান ব্যক্তিকে ডাকিয়া সম্রাটের নিষ্ঠুরতা খলতা ও অত্যাচারের সম্বন্ধে বিরাগ প্রকাশ করিয়া কহিলেন, “আমি তোণ্ডায় আমার পিতৃব্যের সহিত যোগ দিতে যাইব । তোমরা যাহারা আমাকে ভালোবাস, আমার अछूवर्डौं हe ।* डांहाव्रा मौर्ष ८गलांभ कब्रिग्ना उ९क्रमां९ कश्लि, “लांश्छांना यांश বলিতেছেন তাহ অতি যথার্থ, কালই দেখিবেন অর্ধেক সৈন্ত তোগুরি শিবিরে শাহ खांनाव्र नटक्र भिलिड झ हे८व ।” भश्यन ८नझेनिन हे नगैौ त्रांब्र छ्हेब्रां श्छांद्र लिदिtब्र উপস্থিত হইলেন । তোণ্ডায় উৎসব পড়িয়া গেল। যুদ্ধবিগ্রহের কথা সকলে একেবারেই ভুলিয়া গেল। এত দিন কেবল পুরুষেরাই ব্যস্ত ছিল, এখন স্বজার পরিবারে রমণীদের হাতেও কাজের অস্ত রহিল না। স্বজা অত্যন্ত স্নেহ ও আনন্দের সহিত মহম্মদকে গ্রহণ করিলেন । অবিশ্রাম রক্তপাতের পরে রক্তের টান যেন আরও বাড়িয়া উঠিল। নৃত্যগীত বাস্তের মধ্যে বিবাহ সম্পন্ন হইয়া গেল। নৃত্যগীত শেষ হইতে ना इहे८ङहे नश्यांन ज्ञानिन नबाणै-टेनछ निकछेदउँौं श्हेब्बांटछ् । মহম্মদ যেমনি স্বজার শিবিরে গেছেন, সৈন্তেরা আমনি মীরজুমলার নিকট সংবাদ প্রেরণ করিল। একটি সৈন্তও মহম্মদের সহিত যোগ দিল না, তাহারা বুঝিয়াছিল भश्धन हेव्हॉभूर्वक बिनननाशंरब्र की” निब्राप्छ्न, cनषाटन उँीश ब्र गणजूङ श्हेरउ যাওয়া বাতুলতা। স্থজ এবং মহম্মদের বিশ্বাস ছিল যে, সম্রাট-সৈন্তের অধিকাংশই যুদ্ধক্ষেত্রে কুমার মহম্মদের সহিত ৰোগ দিবে। এই আশায় মহম্মদ নিজের নিশান উড়াইয়া যুদ্ধক্ষেত্রে चबर्डी4 इहेtजन । बूझ९ ७क नण गयाँछै-8गछ ऊँीशंद्र क्रिक अर्थगव्र इहेण । भश्यन আনন্দে উৎফুল্প হইলেন। নিকটে আসিয়াই তাহারা মহম্মদের সৈন্যদলের উপরে গোলা বৰণ করিল। তখন মহম্মদ সমস্ত অবস্থা বুঝিতে পারিলেন। কিন্তু তখন আর সময় নাই । সৈঙ্গের পলায়নতৎপর হইল। স্বজার জ্যেষ্ঠ পুত্র যুদ্ধে মারা পড়িল । ©8 g