পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী যে রাগিণী সদা গগন ছাপিয়া হোমশিখণসম উঠিছে কাপিয়া, অনাদি অসীমে পড়িছে বা পিয়া, বিশ্বতন্ত্রী হতে । ষে রাগিণী চিরজন্ম ধরিয়া চিত্তকুহরে উঠে কুহরিয়া অশ্রীহাসিতে জীবন ভরিয়া ছুটে সহস্ৰ স্রোতে । কে আছে কোথায়, কে আসে, কে যায়, নিমেষে প্রকাশে, নিমেষে মিলায়, বালুকার পরে কালের বেলায় ছায়া-আলোকের খেলা । জগতের যত রাজামহারাজ, কাল ছিল যারা কোথা তারা আগজ, সকালে ফুটিছে স্থখদুখলাজ, টুটিছে সন্ধ্যাবেলা । শুধু তার মাঝে ধ্বনিতেছে স্বর বিপুল বৃহৎ গভীর মধুর, চিরদিন তাহে আছে ভরপুর, মগন গগনতল । যে-জন শুনেছে সে অনাদি ধ্বনি ভাসায়ে দিয়েছে হৃদয়তরণী,— জানে না আপনা, জানে না ধরণী— সংসার কোলাহল । সে-জন পাগল, পরান বিকল, . ভবকুল হতে Tিছড়িয়া শিকল কেমনে এসেছে ছাড়িয়া সকল ঠেকেছে চরণে তব । তোমার অমল কমলগন্ধ হৃদয়ে ঢালিছে মহা আনন্দ, Σ Σ δ'