পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জম মা বলিয়া ভাকে যত জীব, হাসে তত ঘোরতর অট্টহাস্তে নির্দয় বিন্ধপ । দে ফিরায়ে জয়সিংহে মোর । দে ফিরায়ে । দে ফিরায়ে রাক্ষসী পিশাচী । ( নাড়া দিয়া ) শুনিতে কি পাস ? অাছে কৰ্ণ ? জানিস কী করেছিল ? কার রক্ত করেছিল পান ? কোন পুণ্য জীবনের ? কোন স্বেহায়াপ্রতিভরা মহা হৃদয়ের ? থাক তুই চিরকাল এই মতো—এই মন্দিরের সিংহাসনে, সরল ভক্তির প্রতি গুপ্ত উপহাস । দিৰ তোর পূজা প্রতিদিন, পদতলে করিব প্রণাম, দয়াময়ী মা বলিয়া ভাকিব তোমারে । তোর পরিচয় কারো কাছে নাহি প্রকাশিব, শুধু ফিরায়ে দে মোর জয়সিংহে । কার কাছে কাদিতেছি । তবে দূর, দূর, দূর, দূর করে দাও হৃদয়-দলনী পাষাণীরে । লঘু হ’ক জগতের বক্ষ । [ দূরে গোমতীর জলে প্রতিমা নিক্ষেপ মশাল লইয়া বাদ্য বাজাইয় গুণবতীর প্রবেশ ●जंबउँौ 曜 खश्च खश्च भटिण्डैौ । দেবী কই ? রঘুপতি । দেবী নাই । গুণৰতী । ফিরাও দেবীরে গুরুদেব, এনে দাও তারে, রোব শান্তি করিব তাহার। জানিয়াছি মার পূজা । রাজ্য পতি সব ছেড়ে পালিয়াছি শুধু 0bo