পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী যদি যেতে হল হায়, প্রাণ কেন চায় পিছে আর । কুঞ্জছয়ারে অবোধের মতো রজনী-প্রভাতে বসে রব কত । এবারের মত বসন্ত গত জীবনে । ट्रांघ्रि যে-রজনী যায় ফিরাইব তায় কেমনে । ჯvp আষাঢ়, У \9e o ভরা ভাদরে নদী ভরা কুলে কুলে, খেতে ভরা ধান । আমি ভাবিতেছি বসে কী গাহিব গান । কেতকী জলের ধারে ফুটিয়াছে ঝোপে ঝাড়ে নিরাকুল ফুলভারে বকুল-বাগান । কানায় কানায় পূর্ণ আমার পরান । ঝিলিমিলি করে পাতা, ঝিকিমিকি আলো । আমি ভাবিতেছি কার আঁথিদুটি কালো । কদম্বগাছের সার, চিকন পল্লবে তার গন্ধে-ভরা অন্ধকার । হয়েছে ঘোরালো । কারে বলিবারে চাহি কারে বাসি ভালো । × oზ