পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\రి ఆ রবীন্দ্র-রচনাবলী তরজিত এ হৃদয় তরঙ্গিত সমুদয় বিশ্বচরাচর মুকুতে হইবে শাস্ত, টলমল প্রাণ পাইবে নির্ভর । বাসনার তীব্র জালা দূর হয়ে যাবে, যাবে অভিমান, হৃদয়-দেবতা হবে, করিব চরণে পুষ্প-অৰ্ঘ্য দান । দিবানিশি অবিরল লয়ে শ্বাস অশ্রুজল লয়ে হাহুতাশ চির ক্ষুধাতৃষা লয়ে আঁখির সম্মুখে করিব না বাস । তোমার প্রেমের ছায়া আমারে ছাড়ায়ে পড়িবে জগতে মধুর আঁখির আলো পড়িবে সতত সংসারের পথে । দূরে যাবে ভয় লাজ, সাধিব আপন কাজ শত গুণ বলে, বাড়িবে আমার প্রেম পেয়ে তব প্রেম, দিব তা সকলে । নহে তে আঘাত করে কঠোর কঠিন কেঁদে যাই চলে । কেড়ে লও বাহু তব ফিরে লও আঁখি, CΦΙΣ ήY8 ήζόι কেন এ সংশয়-ভোরে বাধিয়া রেখেছ মোরে, বহে যায় বেলা । জীবনের কাজ আছে,—প্রেম নহে ফাকি প্রাণ নহে খেলা ।

  • e चंष्ट्रांश्वं, sघ्रप्र१