পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め8や রব আজ-রচনাবলী আচল স্মৃতি আমার হৃদয়ভূমি-মাঝখানে জাগিয়া রয়েছে নিতি অচল ধবল শৈলসমান একটি অচল স্মৃতি । প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি । যেখানে চরণ রেখেছে, সে মোর মৰ্ম গভীরতম,— উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম | মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাদিছে সোহাগে হতেছে নত । আমার শু্যামল তরুলতাগুলি ফুলপল্লবভারে সরস কোমল বাহুবেষ্টনে বঁাধিতে চাহিছে তারে । শিখর গগনলীন দুর্গম জনহীন, বাসনা-বিহগ একেলা সেথায় ধাইছে রাত্রিদিন ।