পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী পূর্ণচন্দ্রকররাশি মুছাতুর পড়ে আসি এই নবযৌবনের মুকুলে, অঙ্গ মোর ভালোবেসে ঢেকে দেয় মৃদু হেসে আপনার লাবণ্যের দুকুলে ; মুখে বক্ষে কেশপাশে, ফিরে বায়ু খেলা-আশে কুস্থমের গন্ধ ভাসে গগনে, হেনকালে তুমি এলে মনে হয় স্বপ্ন বলে কিছু আর নাহি থাকে স্মরণে থাক বঁধু, দাও ছেড়ে ওটুকু নিয়ো না কেড়ে, এ শরম দাও মোরে রাখিতে, সকলের অবশেষ এইটুকু লাজলেশ আপনারে আধখানি ঢাকিতে । ছলছল-জু’নয়ান করিয়ো না অভিমান, আমিও যে কত নিশি কেঁদেছি, বুঝাতে পারিনে যেন সব দিয়ে তবু কেন সবটুকু লাজ দিয়ে বেঁধেছি— ●