পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 • * রবীক্স-রচনাবলী मकब ब्रांश्च निऊांख अशैब्र इहेब्रां ऊँटैिरनन । ८शादिमभाषिका अउिलग्न विषä भूथं नकरजब भूथब्र निरक क्रांश्ञिा ब्रश्रिजन । उिनि उiविटङ गाभिएनन-शब शब, ८न्नाइद्र मौरफुद्र भाषास श्रिणा झुब्रिाप्छ, cन गांरभङ्ग भएङ नूकाहेरङ क्लाइ, भूष দেখাইতে চায় না। আমাদের অরণ্যে কি হিংস্র পশু যথেষ্ট নাই; শেষে কি মামুষে ও মানুষকে ভয় করিবে, ভাইও ভাইয়ের পাশে গিয়া নিঃশঙ্কচিত্তে বসিতে পাইবে না । এ সংসারে হিংসা-লোভই এত বড়ো হইয়া উঠিল, আর স্নেহ-প্রেম কোথাও ঠাই পাইল না। এই আমার ভাই, ইহার সহিত প্রতিদিন এক গৃহে বাস করি, একাসনে বসিয়া থাকি, হাসিমুখে কথা কই–এও আমার পাশে বসিয়া মনের মধ্যে ছুরি শানাইতেছে । গোবিন্দমাণিক্যের নিকট তখন সংসার হিংস্ৰজন্তপূর্ণ অরণ্যের মতো বোধ হইতে লাগিল। ঘন অন্ধকারের মধ্যে কেবল চারিদিকে দস্ত ও নখের ছটা দেখিতে পাইলেন । দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া মহারাজ মনে করিলেন, এই স্নেহপ্রেমহীন হানাহানির রাজ্যে বাচিয়া থাকিয়া আমি আমার স্বজাতির আমার ভাইদের মনে কেবলই হিংসা লোভ ও দ্বেষের অনল জালাইতেছি—আমার সিংহাসনের চারি দিকে আমার প্রাণাধিক আত্মীয়েরা আমার দিকে চাহিয়া মনে মনে মুণ বক্র করিতেছে, দস্ত স্বৰ্ধণ করিতেছে, শৃঙ্খলবদ্ধ ভীষণ কুকুরের মতো চারি দিক হইতে আমার উপরে বাপাইয়া পড়িবার অবসর খুজিতেছে। ইহা অপেক্ষা ইহাদের খরনখরাঘাতে DDBDD DDD DDBB BBB BB BDD BBB DD BBBB DDDD ভালো। প্রভাত-আকাশে গোবিন্দমাণিক্য ষে প্রেমচ্ছবি দেখিয়াছিলেন তাহা কোথায় মিলাইয়া গেল । উঠিয়া দাড়াইয়া মহারাজ গম্ভীরস্বরে বলিলেন, "নক্ষত্র, আজ অপরাহ্লে গোমতীতীরের নির্জন অরণ্যে আমরা দুই জনে বেড়াইতে যাইব ।” রাজার এই গম্ভীর আদেশবাণীর বিরুদ্ধে নক্ষত্রের মুখে কথা সরিল না, কিন্তু সংশয়ে ও আশঙ্কায় তাহার মন আকুল হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, মহারাজ এত ক্ষণ নীরবে দুই চক্ষু তাহারই মনের দিকে নিবিষ্ট করিয়া বলিয়াছিলেন— সেখানে অন্ধকার গর্তের মধ্যে ষে ভাবনাগুলো কীটের মতো কিলবিল করিতেছিল, সেগুলো যেন সহসা আলো দেখিয়া অস্থির হইয়া বাহির হইয় পড়িয়াছে। ভৰে ভয়ে নক্ষত্র রায় রাজার মুখের দিকে এক বার চাহিলেন—দেখিলেন, তাহার মুখে কেৰল মুগভীর বিষগ্ন শাস্তির ভাব, সেখানে রোধের রেখামাত্র নাই। মানৰ-হৃদয়ের কঠিন নিষ্ঠুরতা দেখিয়া কেবল স্বগভীর শোক তাহার হৃদয়ে বিরাজ করিতেছিল । বেলা পড়িয়া আসিল । তখনো মেঘ করিয়া আছে। নক্ষত্র রায়কে সঙ্গে লইয়া