পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

喙

রবীন্দ্র-রচনাবলী তবে উঠ, সবে উঠ, বাধো কাট, আঁটে। মুঠো ! দেখো, ভাই, যেন জুলো না, আমনি সাথে নিয়ো লাঠি দুটো ! [ দলপতির শিস ও গান ] প্রাণ-সইরে, মনোজাল কারে কই রে ! কোমরে চাদর বাধিয়া লাঠি হন্তে মহোৎসাহে সকলের প্রস্থান। পথে বিশু হাক মোনে ভুতোর সমাগম। গেরুয়া বস্ত্রাচ্ছাদিত অনাবৃতপদ মুক্তিফৌজের প্রচারক।

  • ধন্ত হউক তোমার প্রেম,

ধন্ত তোমার নাম, ভুবনমাঝারে হউক'উদয় নূতন জেরুজিলাম । ধরণী হইতে যাক ঘৃণাদ্বেষ, নিঠুরতা দূর হ’ক, মুছে দাও প্রভু মানবের আঁখি, ঘুচাওঁ মরণ-শোক । তুষিত যাহার, জীবনের বারি করে। তাহfদের দান । लग्नां भग्न श्लि, ८ङांभांब्र नग्नांग्न পাপীজনে করো ব্ৰাণ ।”

  • ওরে ভাই বিশু, এ কে,

জুতো কোথা এল রেখে ? গোরা বটে, তবু হতেছে ভরসা গেরুয়া বসন দেখে *