পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাঙ্কনী আমি সদা আচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। ওগো নদী, চলার বেগে পাগল-পারা, পথে পথে বাহির হয়ে আপন-হারা। আমার চলা যায় না বলা, আলোর পণনে প্রাণের চলা, অণকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা ॥ প্রথম দৃশ্য সূত্রপাত পথ যুবকদলের প্রবেশ গান ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে— ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে । রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চল-চঞ্চল নব পল্লবদল মৰ্মরে মোর মনে মনে । ফাগুন লেগেছে বনে বনে ।