পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२० রবীন্দ্র-রচনাবলী কুমারজননী মাত, কোন পাপে মোরে করিলি বঞ্চিত মাতৃস্বৰ্গ হতে ? রঘুপতির প্রবেশ । ಚನ್ತ, চিরদিন মার পূজা করি। জেনে শুনে কিছু তো করিনি দোষ ! পুণ্যের শরীর মোর স্বামী মহাদেবসম—তবে কোন দোষ দেখে আমারে করিল মহামায়া নিঃসস্তানৰ্ম্মশানচারিণী ? রঘুপতি । মার খেলা কে বুঝিতে পারে বলে ? পাষাণ-তনয়৷ ইচ্ছাময়ী,—মুখ দুঃখ তারি ইচ্ছা । ধৈর্য ধরে । এবার তোমার নামে মার পূজা হবে । প্রসন্ন হইবে গুণমা । গুণবতী । এ-বৎসর পূজার বলির পশু আমি নিজে দিব । করিমু মানত, মা যদি সস্তান দেন বর্ষে বর্ষে দিব তারে এক-শ মহিষ, তিন শত ছাগ । রঘুপতি । পূজার সময় হল । { উভয়ের প্রস্থান গোবিন্দমাণিক্য, অপর্ণ ও জয়সিংহের প্রবেশ खञ्चनिशश् । कौ त्रां८भ* भझांब्राँछ ! গোবিন্দ্ৰমাণিক্য । ক্ষুদ্র ছাগশিশু দরিদ্র এ বালিকার ক্ষেহের পুত্তলি, তারে নাকি কেড়ে জানিয়াছ মার কাছে बलि निरङ ? ७ नॉम कि cनरबन जननौ প্রসন্ন দক্ষিণ হস্তে ?