পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७चंबउँौ । রঘুপতি। গুণবতী । রঘুপতি । বিসর্জন মহারানী, মার পূজা ফিরে গেছে, নহে সে তোমার। উৎবৃত্ত দরিত্রের ভিক্ষালব্ধ পূজা, রাজেন্দ্রাণী, তোমার পূজার চেয়ে নূ্যন নহে। কিন্তু এই বড়ো সর্বনাশ, মার পূজা ফিরে গেছে। এই বড়ো সর্বনাশ, রাজদৰ্প ক্রমে স্ফীত হয়ে করিতেছে অতিক্রম পৃথিবীর রাজত্বের সীমা—বসিয়াছে দেবতার দ্বার রোধ করি-জননীর ভক্তদের প্রতি দুই আঁখি রাঙাইয়া । कौ झरब ॐांकूद्र ? জানেন তা মহামায়া ! এই শুধু জানি—যে সিংহাসনের ছায়া । পড়েছে মায়ের স্বারে—ফুৎকারে ফাটিৰে সেই দম্ভমঞ্চখানি জলবিম্বসম । যুগে যুগে রাজপিতাপিতামহ মিলে উধ্বপানে তুলিয়াছে যে রাজমহিমা অভ্ৰভেদী করে, মুহূর্তে হইয়া যাবে जिगा९ बह्णौ* श्७ अशश्ड । রক্ষা করে, রক্ষা করো প্ৰভু । হা, হা, আমি রক্ষা করিব তোমারে ! যে প্রবল রাজা স্বর্গেমর্ত্যে প্রচারিছে আপন শাসন তুমি তারি রানী ! দেৰ-ব্রাহ্মণেরে যিনি— ধিক, ধিক, শত বার 1 ধিক লক্ষ বার । কলির ব্রাহ্মণে ধিক । ব্ৰহ্মশাপ কোথা ! ব্যর্থ গ্রন্ধতেজ শুধু বক্ষে আপনার আহত বৃশ্চিক সম আপনি দংশিছে भिषंrां ब्रच-बांप्लषन्न । r [ পৈতা ছিড়িতে উষ্ঠত

  • 9●●