পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় [ রচনাবলীর বর্তমান খণ্ডে মুদ্রিত গ্রন্থগুলির প্রথম সংস্করণ, বর্তমানে স্বতন্ত্র গ্রন্থাকারে প্রচলিত সংস্করণ, ও রচনাবলীর সংস্করণ, এই তিনটির পার্থক্য সংক্ষেপে ও সাধারণভাবে নির্দেশ করা গেল। পূর্ণতর তথ্যসংগ্রহ সর্বশেষ খণ্ডে একটি পঞ্জীতে সংকলিত হইবে । ] ভানুসিংহ ঠাকুরের পদাবলী ভান্থসিংহ ঠাকুরের পদাবলী ১২৯১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রথম ংস্করণের আখ্যাপত্রে রবীন্দ্রনাথ নিজেকে প্রকাশকরূপে বিজ্ঞাপিত করিয়াছিলেন । প্রকাশকের বিজ্ঞাপনে লিখিত হইয়াছে, “ভানুসিংহের পদাবলী শৈশব সংগীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল । ইহার অধিকাংশই পুরাতন কালের খাত হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি। প্রকাশক ।” ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে প্রকাশিত দুইটি কবিতা ( “আজু সখি মুহু মুছ" ও "মরণ রে তুহু মম হাম সমান” ) পূর্বে ছবি ও গানের প্রথম সংস্করণে সন্নিবিষ্ট হইয়াছিল, পরে ছবি ও গান হইতে বর্জিত হয়। “কো তুহু বোলবি মোয়” কবিতাটি ভানুসিংহ ঠাকুরের পদাবলীর প্রথম সংস্করণের অন্তর্গত হয় নাই। উহা প্রথমে কড়ি ও কোমলের প্রথম সংস্করণে সংকলিত হইয়াছিল, পরে কড়ি ও কোমল হইতে বর্জিত ও পদাবলীতে সংকলিত হয় । ভানুসিংহ ঠাকুরের পদাবলীর প্রথম সংস্করণের ১৫নং কবিতা "সখি রে পিরীত বুঝবে কে” ও ১৬নং কবিতা “হম সখি দারিদ নারী” পরবর্তী কালে বর্জিত হয়। এই দুইটি ব্যতীত প্রথম সংস্করণের অন্তান্ত কবিতা, ও "কে তুছ" কবিতা বর্তমানে প্রচলিত স্বতন্ত্র সংস্করণে মুজিত আছে, তবে অনেকগুলি অল্পবিস্তর পরিবর্তিত বা খণ্ডিত হইয়াছে। রচনাবলীতে বর্তমান সংস্করণ অকুস্থত হইয়াছে। জীবনস্থতিতে “ভান্থসিংহের কবিতা” শীর্ষক প্রবন্ধে কৰি ভান্থসিংহ ঠাকুরের পদাবলী সম্বন্ধে আলোচনা করিয়াছেন। এই গ্রন্থের মাত্র দুইটি কবিতা ("মরণ রে তুহু মম শুাম সমান” ও “কো তুহু বোলৰি মোয়” ) । স্বীকারযোগ্য, সঞ্চয়িতার ভূমিকায় কৰি এইরূপ মন্তব্য করিয়াছেন।