পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুণবতী | গোবিন্দমাণিক্য । গুণবতী । গোবিন্দমাণিক্য । বিসর্জন অশ্র নিয়ে, বিদায়ের বিশুদ্ধ বিষাদ निरग्न, व्षांछ व्रख नम्र, हि९नां नम्र । छिको ब्रों८थ नोंथ । বলো দেবী । হ’য়ো না পাষাণ । রাজগব ছেড়ে দাও । দেবতার কাছে পরাভব না মানিতে চাও যদি, তবু আমার যন্ত্রণা দেখে গলুক হৃদয় । তুমি তো নিষ্ঠুর কভু ছিলে নাকে প্রভূ, কে তোমারে করিল পাষাণ ? কে তোমারে আমার সৌভাগ্য হতে লইল কাড়িয়া । করিল আমারে রাজাহীন রানী । প্রিয়ে, আমারে বিশ্বাস করে এক বার শুধু, না বুকিয়া বোঝে মোর পানে চেয়ে । অশ্রু দেখে বোঝে, আমারে যে ভালোবাস, সেই ভালোবাসা দিয়ে বোঝে,—আর রক্তপাত নহে । মুখ ফিরায়ে না দেবী, আর মোরে ছাড়িয়ে না, নিরাশ ক’রো না আশা দিয়ে । যাবে যদি মার্জনা করিয়া যাও তবে । _ [ গুণবতীর প্রস্থান গেলে চলি ! কী কঠিন নিষ্ঠুর সংসার – ওরে কে আছিস ?—কেহ নাই ? চলিলাম । বিদায় হে সিংহাসন । হে পুণ্য প্রাসাদ, আমার পৈতৃক ক্রোড়, নির্বাসিত পুত্ৰ তোমারে প্রণাম করে লইল বিদায়।