পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন 龜 ९br¢ সম্মুখে দাড়াৰ ববে *কী এনেছ” বলি সবে যদ্যপি শুধাস হাসিমুখ, খাতাখানি বের করে বলিৰ "এ পাতা ভরে আনিয়াছি প্রবাসের স্বখ ।” এই ছবি মনে আসে টেবিলের চারি পাশে গুটি-কত চৌকি টেনে আনি, उधू छन छ्हे-उिन উধের জলে কেরোসিন, কেদারায় বসি ঠাকুরানী । দক্ষিণের দ্বার দিয়ে, বায়ু আসে গান নিয়ে, কেঁপে কেঁপে উঠে দ্বীপশিখা, খাতা হাতে স্বর করে অবাধে যেতেছি পড়ে কেই নাই করিবারে টীকা । ঘণ্টা বাজে, বাড়ে রাত ফুরায় বয়ের পাত বাহিরে নিস্তব্ধ চারি ধার ; ८डॉनग्न नम्रrन खल করে আসে ছলছল ७निश्च1 ख्रiश्निौ स्रुक्षॆब्र । তাই দেখে শুতে যাই আনন্দের শেষ নাই, কাটে রাত্রি স্বপ্ন-রচনায়, মনে মনে প্রাণ ভরি অমরতা লাভ করি নীরব সে সমালোচনায় । তার পরে দিনকত কেটে যায় এই মতো তার পরে ছাপাবার পালা । भूजांषज्ञ श्रउ cनtष বাহিরায় ভদ্রবেশে, তার পরে মহা ঝালাপালা।