পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yor রবীন্দ্র-রচনাবলী ७थन श्रध्रप्छ् बह कॉख, आउज्र ब्र८म्रछ् उपछभएन ? সর্বন্ত্র ছিলাম আমি, এখন এসেছি নামি, হৃদয়ের প্রাস্তদেশে, ক্ষুদ্র গৃহকোণে । দিয়েছিলে হৃদয় যখন, পেয়েছিলে প্রাণমনদেহ, আজ সে হৃদয় নাই, যতই সোহাগ পাই শুধু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ । জীবনের বসস্তে যাহারে ভালোবেসেছিলে এক দিন, হায় হায় কী কুগ্রহ, আজ তারে অনুগ্রহ, মিষ্ট কথা দিবে তারে গুটি দুই-তিন । অপবিত্র ও কর-পরশ সঙ্গে ওর হৃদয় নহিলে । মনে কি করেছ বঁধু, ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে। তুমিই তো দেখালে জামায় ( স্বপ্নেও ছিল না এত আশা, ) প্রেমে দেয় কতখানি, কোন হাসি কোন বাণী, হৃদয় বাসিতে পারে কত ভালোবাসা । তোমারি সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাস, আজি এই দৃষ্টি হাসি, এ জাদর রাশি রাশি, এই দূরে চলে-বাওয়া, এই কাছে আসা।