পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९४७ রবীন্দ্র-রচনাবলী রক্তমাংস-গন্ধ পেয়ে ক্রিটিকেরা আসে ধেয়ে চারি দিকে করে কাড়াকড়ি, কেহ বলে, “ড্রামাটিক বলা নাহি যায় ঠিক, লিরিকের বড়ো বাড়াবাড়ি ।” শির নাড়ি কেহ কহে “সব স্বদ্ধ মন্দ নহে, ভালো হত আরো ভালো হলে ।” কেহ বলে “আয়ুীন বাচিবে দু-চারি দিন, চিরদিন রবে না তা বলে ।” কেহ বলে “এ বহিট লাগিতে পারিত মিঠা ट्ऊ श्वग्नि अनु ८कांtनांक्र° ।" যার মনে যাহা লয় সকলেই কথা কয় আমি শুধু বসে আছি চুপ। লয়ে নাম লয়ে জাতি বিম্বানের মাতামাতি ও সকল আনিস নে কানে । चाहेप्नब्र ८णोश्-ईरछ কবিতা কভু না বঁাচে প্রাণ শুধু পায় তাহা প্রাণে । হাসিমুখে স্নেহভরে সপিলাম তোর করে বুঝিয়া পড়িবি অনুরাগে। কে বোঝে কে নাই বোঝে ভাবুক তা নাহি খোজে ভালো যার লাগে তার লাগে । রবি কাকা