পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞ○8 রবীন্দ্র-রচনাবলী সমস্ত স্পর্শিতে চাহে ; সমুদ্রের তটে ছোটো ছোটো নীলবর্ণ পর্বতসংকটে একখানি গ্রাম, তীরে শুকাইছে জাল, জলে ভাসিতেছে তরী, উড়িতেছে পাল, জেলে ধরিতেছে মাছ, গিরিমধ্যপথে ংকীর্ণ নদীটি চলি আসে কোনোমতে আঁকিয়া বাকিয়া ; ইচ্ছা করে সে নিভৃত গিরিক্রোড়ে মুখাসীন উর্মিমুখরিত লোকনীড়খানি হৃদয়ে বেষ্টিয়া ধরি বাহুপাশে । ইচ্ছা করে, আপনার করি যেখানে যা-কিছু আছে ;– নদীস্রোতোনীরে আপনারে গলাইয়া দুই তীরে তীরে নব নব লোকালয়ে করে যাই দান পিপাসার জল, গেয়ে যাই কলগান দিবসে নিশীথে ; পৃথিবীর মাঝখানে উদয়সমুদ্র হতে অন্তসিন্ধুপানে প্রসারিয়া আপনারে তুঙ্গ গিরিরাজি আপনার স্থদুর্গম রহস্তে বিরাজি ; কঠিন পাষাণক্রোড়ে তীব্র হিমবায়ে মানুষ করিয়া তুলি লুকায়ে লুকায়ে নব নব জাতি। ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি সর্বলোকসনে দেশে দেশান্তরে ; উইদুগ্ধ করি পান মরুতে মানুষ হই আরব-সন্তান দুর্দম স্বাধীন ; তিব্বতের গিরিতটে নির্লিপ্ত প্রস্তরপুরীমাঝে, বৌদ্ধমঠে করি বিচরণ। দ্রাক্ষাপায়ী পারসিক গোলাপকাননবাসী, তাতার নিভাঁক অশ্বারূঢ়, শিষ্টাচারী সতেজ জাপান, প্রবীণ প্রাচীন চীন নিশিদিনমান