পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রাঙ্গদা । মদন । চিত্রাঙ্গদ। 일 মদন ও চিত্রাঙ্গদ। হে মন্মথ, কী জানি কী দিয়েছ মা খায়ে সর্বদেহে মোর । তীব্র মদিরার মতো রক্তসাথে মিশে, উন্মাদ করেছে মোরে । আপনার গতিগর্বে মত্ত মৃগী আমি ধাইতেছি মুক্তকেশে, উচ্ছসিত বেশে পৃথিবী লভিঘয়া । ধমুখর ঘনশ্যাম ব্যাধেরে আমার, করিয়াছি পরিশ্রাস্ত আশাহতপ্রায়, ফিরাতেছি পথে পথে বনে বনে তারে । নির্দয় বিজয়স্থথে হাসিতেছি কৌতুকের হাসি । এ খেলায় ভঙ্গ দিতে হইতেছে ভয়, এক দণ্ড স্থির হলে পাছে, ক্রমদনে হৃদয় ভরে ফেটে পড়ে যায়। থাক । ভাঙিয়ো না খেলা । এ খেলা আমার । ছুটুক ফুটুক বাণ, টুটুক হৃদয় । আমার মৃগয়া আজি অরণ্যের মাঝখানে নবীন বর্ষায় । দাও দাও শ্রাস্ত করে দাও, করো তারে পদানত, বাধো তারে দৃঢ় পাশে ; দয়া করিয়ো না, হাসিতে জর্জর করে দাও, অমৃতে-বিষেতে-মাখা থর বাক্যবাণ হানো বুকে । শিকারে দয়ার বিধি নাই । >bro