পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ8૭ রবীন্দ্র-রচনাবলী বুঝিলাম সব । মুকুট দেখেছি বটে গ্রুবের মাথায় । আমি বলি শুধু খেলা । গুণবতী । মুকুট লইয়া খেলা ? বড়ো কাল-খেলা । এই বেলা ভেঙে দাও খেলা—নহে তুমি সে খেলার হইবে খেলন । নক্ষত্র রায় । তাই বটে । এ তো ভালো থেলা নয় । গুণবতী । অধরাত্রে আজি গোপনে লইয়া তারে দেবীর চরণে মোর নামে করো নিবেদন । তার রক্তে নিবে যাবে দেব-রোষানল, স্থায়ী হবে সিংহাসন এই রাজবংশে—পিতৃলোক গাহিবেন কল্যাণ তোমার । বুঝেছ কি ? নক্ষত্র রায় । বুঝিয়াছি । গুণবতী । তবে যাও । যা বলিঙ্কু করো। মনে রেপো, মোর নামে ক’রো নিবেদন । নক্ষত্র রায় । তাই হবে । মুকুট লইয়া খেলা ! এ কী সর্বনাশ ! দেবীর সন্তোষ, রাজ্যরক্ষা, পিতৃলোক-বুৰিতে কিছুই বাকি নেই। জয়সিংহ জয়সিংহ। দেবী, আছ, আছ তুমি ! দেৰী, খাকে ভূমি ! এ অসীম রজনীর সর্বপ্রাস্তশেষে যদি থাক কণামাত্র হয়ে, লেখা হতে