পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী هو 6 কোনো স্থানে শক্তিকে সঞ্চিত হইতে না দেওয়া, সমস্ত শক্তিকে নিজের শাসনাধীনে নির্জীব করিয়া রাখা— এ বিশেষভাবে কোন সময়কার রাষ্ট্রনীতি ? যে-সময়ে ওঅর্ডসওআর্থ, শেলি, কীটুস, টেনিসন, ব্রাউনিং অন্তৰ্হিত এবং কিপলিং হইয়াছেন কবি ; যে-সময়ে কার্লাইল, রাস্কিন, ম্যাথু আনন্ডি, আর নাই, একমাত্র মলি অরণ্যে রোদন করিবার ভার লইয়াছেন ; যে-সময়ে ম্যাড স্টোনের বজ্ৰগম্ভীর বাণী নীরব এবং চেম্বালেনের মুখর চটুলতায় সমস্ত ইংলও উদভ্ৰান্ত , যে-সময়ে সাহিত্যের কুঞ্জবনে আর সে ভুবনমোহন ফুল ফোটে না— একমাত্র পলিটিক্সের কাটাগাছ অসম্ভব তেজ করিয়া উঠিতেছে ; যে-সময়ে পীড়িতের জন্ত, দুর্বলের জন্য, দুর্ভাগ্যের জন্য দেশের করুণা উচ্ছসিত হয় না, ক্ষুধিত ইম্পরিয়ালিজম স্বার্থঞ্জাল বিস্তার করাকেই মহত্ত্ব বলিয়া গণ্য করিতেছে ; যে-সময়ে বীর্যের স্থান বাণিজ্য অধিকার করিয়াছে এবং ধর্মের স্থান অধিকার করিয়াছে স্বাদেশিকতা— ইহা সেই সময়কার রাষ্ট্রনীতি । কিন্তু এই সময়কে আমরাও দুঃসময় বলিব কি না বলিব, তাহ সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করিতেছে। সত্যের পরিচয় দুঃখের দিনেই ভালো করিয়া ঘটে, এই সত্যের পরিচয় ব্যতীত কোনো জাতির কোনোকালে উদ্ধার নাই । যাহা নিজে করিতে হয়, তাহা দরখাস্ত দ্বারা হয় না, যাহার জন্য স্বার্থত্যাগ করা আবখ্যক তাহার জন্য বাক্যব্যয় করিলে কোনো ফল নাই। এই সব কথা ভালো করিয়া বুঝাইবার জন্য বিধাতা দুঃখ দিয়া থাকেন । যতদিন ইহা না বুঝিব ততদিন দুঃখ হইতে দুঃখে, অপমান হইতে অপমানে বারংবার অভিহত হইতেই হইবে। প্রথমত এই কথা আমাদিগকে ভালো করিয়া বুঝিতে হইবে কর্তৃপক্ষ যদি কোনো আশঙ্কা মনে রাখিয়া আমাদের মধ্যে ঐক্যের পথগুলিকে যথাসম্ভব রোধ করিতে উষ্ঠত হইয়া থাকেন, সে-আশঙ্কা কিরূপ প্রতিবাদের দ্বারা আমরা দূর করিতে পারি। সভাস্থলে কি এমন বাক্যের ইন্দ্রজাল আমরা স্বষ্টি করিব যাহার দ্বারা তাহারা এক মুহূর্তে আশ্বস্ত হইবেন । আমরা কি এমন কথা বলিতে পারি যে, ইংরেজ অনস্তকাল আমাদিগকে শাসনাধীনে রাখিবেন, ইহাই আমাদের একমাত্র শ্রেয়। যদি বা বলি, তবে ইংরেজ কি অপোগও অর্বাচন যে এমন কথায় মুহূর্তকালের জন্ত শ্রদ্ধাস্থাপন করিতে পারিবে ? অামাদিগকে এ-কথা বলিতেই হইবে এবং না বলিলেও ইহা স্থম্পষ্ট যে, যে পর্যন্ত না আমাদের নানাজাতির মধ্যে ঐক্যসাধনের শক্তি যথার্থভাবে স্থায়িভাবে উদ্ভূত হয় সে-পর্যন্ত ইংরেজের রাজত্ব আমাদের পক্ষে প্রয়োজনীয়, কিন্তু । পরদিনেই আর নহে। ४भन इरल ३६rब्रछ बनि भभङां★ भूश श्झेब्रl, १नेि है९८ब्रखि जांउँौग्न थांtर्थब्र नेि८क