পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" ቖፀ বিভাপতি । শেষে কিনা তোর হাবাতে মহারাজের পর্য্যন্ত এই অপমানটা লেখা ছিল। পোড়ারমুখী হ’তে আরও কত বাকী আছে কে জানে! (ঠোন মারিল ) লছমী । কি কহিছ নারী ? নাস্তিকের শিরোমণি তুমি— তাই কহ অশাস্ত্র-বচন । ব্ৰজ ছাড়ি ব্রজরায় গেছে মধুপুরে— রাজ-নিমন্ত্রণে । ইথে বল কিবা আছে খেদ । দুষ্ট কংশ নাশি– ধরায় পরম শাত্তি বিধানি ললনে— স্বকাৰ্য্য পরম ব্ৰত সাধিবেন হরি ;– ইথে কিবা পরিতাপ সাধবী-ললনার ? বিরহ বিচ্ছেদ ? সেত সতী-রমণীর নিত্যসহচর! ঐ স্কাখ, ধূলিপরে কমল-কোরকলুটায় ব্রজের পথে ! আলু থালু কবরী এলায়ে পড়ে— বাসমুক্ত নগন নিতম্বে ! নিলাজ পবন উড়াইয়া নিল বক্ষবাসযুগল দাড়িম্ব-গিরিশৃঙ্গে নিন্দে উৰ্দ্ধমুখে | কলাপের সাধের সোপান শ্রেণী— নাভীদেশ হতে নামে ধীরে— শত পথিকের পাপমনে কলুষ স্বজিয়া।