পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি কিন্তু, বন্ধু, বিদ্যাপতি রহিবে জীবিত— যাবৎ রহিবে বিশ্বে বিদ্যার আদর, ধন্ত আমি—অজ্ঞান—অধম র্তার সনে মম নাম রহিবে জাগ্ৰত । পঞ্চম দৃশ্য। মিথিলা-রাজপ্রাসাদের কক্ষ মন্ত্রী ও উগ্রশৰ্ম্ম । ১গ্র। মন্ত্রীবব ! ভাবিতে পরাণ কাপে— জীর্ণ শুষ্ক বেতপত্র দ্রুতবাতে যথা । চিরদিন কুসুম কোমল শয্যা আশ্রয় র্যাহার চিরমুখী সেই সে কনক-কান্তি— মিথিলার রাজ রাজেশ্বর— কি ভীষণ সহিছে যন্ত্রণ ! ব্যাধ সম শোণিত-পিপাসু লুণ্ঠন-লোলুপ অর্থগৃধ্র, বিদেশী বৰ্ব্বর অর্থ হেতু হীন নিৰ্য্যাতনে বিচুণিয়া অস্থি-মাংস শোষিছে শোণিত তার। W26t