পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y& বিষ্ঠাপতি । কুমম, চন্দন, চুয়া কুম্কুম আবির— বৈষ্ণবের বিহার বিলাস মাখা পূজা উপচার ! স্তন্ধ হোক বৃথা স্তোক্-গাথা, " অলস বিলাস কর দুর। কহ রাজা, শাস্ত্র ধৰ্ম্ম আচার ভুলিয়া কুলগত অনুষ্ঠান যাগ যজ্ঞ ভুলি— কি হেতু এ ভণ্ডের আচার ? ক্ষমা কর অভাজনে কুপাবশে দেব,— বিশ্বপ্রেম প্রচারে যে নীতি— ভুলাইয়ে আমিত্ব আমার করে লীন— পরমার্থ পদে, সনাতন আনন্দ আকর— সে পবিত্র সাধন পথের বৈরী নাহি হও । সুমধুর ভাব পঞ্চ সরল সাধন পথ— প্রদানি করিলা ধন্ত,— অভিমানী ভ্রান্তজীবে— ভাবময় প্রেম গাথা যার— সেই বিশ্বপ্রেমিক-প্রধান ভগবান জয়দেব বাঙ্গালী গৌরবে— অহেতুক কটু উক্তি— সাজে কিহে দ্বিজোত্তম শ্ৰীমুখে তোমাব ? মহারাজ, দ্বিজোত্তম, ধৰ্ম্ম দ্বন্দ্বে সনদ বেড়ে যায়,— নাহি হয় মীমাংসা তাহার।