পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি । R9 ঠাকরুণ—আমরা চাই যেন আমাদের জালায় জলে পুড়ে—তেড়ে ফুড়ে, জুনিয়াশুদ্ধ, লোক সশরীরে ঐ ওখানে গিয়ে বস্তি গেড়ে বসে। কিশে। আর না ফিরে আসে – শুধু হাসে—আর প্রেম দরিযায ভাসে। পদ্মা। আবার বক্বি তো ঠেঙ্গানির চোটে ভূত ছাড়িয়ে দেব বলছি। কাহু। দোহাই মোষ ঠাকরুণ, তোমার কাধের ভূতটি পালিযে গেলে, খালি কঁধি পেযে বেহ্মদতি চেপে বসে তোর ঘাড় মটকে দেবে ! ই মোষ ঠাককণ ! ভূতের চেযে বেহ্মদত্যিটা বেশী দুষ্ট-না ? কিশো। সবচেযে যে বেশী দুষ্ট, সে কিন্তু থাকে ঐ বুকের তলায় বসে— অট্রঅট্ট গলে, আব মুড়ক ক’রে ফেলে দিয়ে জহন্নমেব দেশে— আর না ফিরে আসে । পদ্মা। তবেরে বিটলে ছুড়ী পাক এচোড়—সতিনদিনেব বুড়ো— ( তাড়া করিল ) কান্ত্র ও সৎম ওলো সৰ্ব্বনাশী ক্ষেমা ঘেন্ন কর । কিশে৷ | মায়ের কোলে ছুটে পালাই—তুই যে নেহাৎ পর ! [ উভয়ের প্রস্থান । পদ্মা। অরাজক। হতভাগী যে দিন থেকে এই পুরীতে এসেছে, সেই দিন থেকেই রাজলক্ষ্মী ভযে পালিয়ে গেছেন। আর এই ডাইনীর বাচ্ছ ছোড়া ছুড়ী এসে মিথিলায় লঙ্কাকাও:বাধিয়ে তুলেছে : আবার ঢং করে ছোড়া ছুড়ীকে কেষ্ট বিষ্ট সাজিয়ে রঙ্গ করা হয়! ( লছমী ও তন্ত্রীর প্রবেশ ) পদ্মা। বলি ওলে। উনানমুখী—ডাইনী ছুড়ী ! বাট মুখে ক’রে এসেছিলি এই সোনার রাজপুরীতে, এসে অবধি ত ঢলাচলিট খুব করলি,