পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি ՀՊ: বামা কিলো তাতে লাজ পায় ? “হা কৃষ্ণ, হা কৃষ্ণ” বলি ঐ শোন রোল ;– কৃষ্ণে ষে লো সাপে মন প্রাণ— মিথ্যা লাজে তার কিবা লাজ ? পাপী শুধু পাপে লাজ পায়— অগুচি পরাণে ধার— মিথ্যা আবরণে সেই শুধু চাহে তা ঢাকিতে! পদ্মা। কথার ছিরি দ্যাখ! “তুমি রাধা আমি শুম”—আর যখন আমি “কঁধে বাড়ী বলরাম” হ’যে তোর কচি মাথাটা ঝুনিয়ে দোব—তখন টের পাবি—এই কলিযুগের রাসলীলাতে কত মুখ! (ঠোনা মারিল ) তৰী। বড়মা ! সখীর মাথার অমুখ কোরেছে দেখছে না ? কেন মিছে মড়ার উপর খাড়ার ঘা দিচ্ছ? ওতো কোন কথার উত্তর দেবে না— আর তোমার গোদা হাতের দুহাজার ঠোন খেয়েও একটি ফিরিয়ে দেবার নাম করবে না। তবে আর ওকে মেরে হাত ব্যথা করা কেন ? পদ্মা। ওলে আমার কথার জাহাজ নিভাজ নিখুৎ নিকলা সুন্দরি! তোমায় আর ফোড়ন চড়াতে হবে না। দাসীমাগী দাসীর মত থাকবি- তোর কেন এত কথা রে ? ( কামুর প্রবেশ ) কান্থ। তাইত বিনে দুতী, বুনো মোষের সঙ্গে লড়াই ক’রে কেন পেটের নাড়ী ভূড়ী বের করতে চাও? ওপথে যেওন—মজা পাবে না। বিশ্বের্তীগে, ঐ সরু পেটটি তোমার যদি সত্যি ওর শিংএর