পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি । ংশধর ক্রমে ভূঞ্জিবে নিষ্কর ! সেথা দেবসেবা, অতিথি-সৎকার, নিরাশ্রয, বিধবা আতুর, শিশু, ধেনু দ্বিজ শ্রমণ-সেবার তরে রাজকোষ হ’তে প্রতি বর্ষে লক্ষ মুদ্র হইবে প্রেরিত। বিদ্যা । ভিখারীরে একি প্রলোভন রাজা, শিব । বিদ্যা। এক মুষ্টি ভিক্ষান্ন আকার যার, নগ্নতার লাজ করে দূর— এক খণ্ড কেীপীন যাহার, ঐশ্বৰ্য্যে তাঙ্গার কিবা কাজ ? নিরাশ করোনা বন্ধু, যেরূপে আপন প্রাণ বিপন্ন করিয়া দীন প্রাণ বাচালে আমার— প্রতিদান কি আছে তাহার ? তুলণে সে ত্যাগ গরিমার মম পুরস্কার কণা মাত্র নহে প্রতিদান । বিদ্যাপতি ! বন্ধুবর । বৈষ্ণব প্রধান ! গাহ গাথা, ব্ৰজাঙ্গন কুল,— কুল বিসর্জিযা যাহে পরম পুরুষ-পদে লুটাত হরষে। যথা অভিরুচি। হরি ! হরি ! কৃপাময়—দীনের বান্ধব ! এৰি ঘোর সঙ্কটে ফেলিলে ?