পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo বিভাপতি । 'কাজু । না না, তোর এখনো কোথাও যাবার সময় হয়নি । কিশো। যদি কাউকে কোথাও নিয়ে যাই ত’ আপাততঃ আমাদের এই বিনে দূতীটিকে তোর কাছ থেকে সরিয়ে নিয়ে যাব। চল সখি, তোকে ওই পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে সে ৎ সেতে অন্ধকারে ফেলে দিই গে তোর বাতিকের ব্যামো সেরে যাবে। কাকু। আর মস্ত বড় একটা পাথর তোর বুকে চাপিয়ে রেখে দিই, ৰেন তেড়ে উঠে দৌড়ে না পালাতে পারিস। ভৰী। তবে রে হতচ্ছড়ি, হতচ্ছড়িী, আমার সঙ্গে অত কথা ? অাতুড ঘরের কাদার ডেল, ছোড়া ছুড়ীর মুখে যেন তুবড়ী ফুটছে, যা যা সদরে গে ফাগ মেখে থাক্ৰ হ’ষে থাকগে যা। লছিমা । আহা কর কি কর কি সখি— কারে কহ হেন কুবচন ? অন্ধ অণখি মেলি চেয়ে দ্যাখ–নহে ত লো বালক-বালিকা । নরদেহে লক্ষী-নারায়ণ— ভ্ৰমিছেন এ ধরার বুকে— পথভ্রান্ত মোহান্ধ মানবে দেখাইতে স্বরগ আলোক ! আয় বুকে ব্রজের গোপাল , আাধ বোলে মা মা বলি জুড়ারে এ সন্তপ্ত পরাণ ! আয় মা, রাখাল বামে আদ্যাশক্তি বাম, দাড়াতে মা, এ হৃদয় দগ্ধ মরুভূমে! उपांग्न कांग्रू