পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভাপতি তোমার রাজার এ হ’তে গৌরব কিবা আছে সিংহাসনে ? ( শিবসিংহ সহ প্রহরীর প্রবেশ ) অজ্ঞানে মোহেব বশে— তোম হেন মহাত্মারে রোষ ভরে করেছি পীড়ন । মহাজন, ক্ষমাকর—ক্ষমাকর দীনে— অনুতপ্ত এ প্রাণের ব্যথা কর দুর। জাহাপনা – শোচনায় কিবা প্রয়োজন ? এ সংসাব পরীক্ষার স্থল— আমার লাঞ্ছনা নহে তব কৃত, জেন তাহা ইচ্ছা বিধতার । ভস্মতলে ছিল লুকাইত— বিদ্যাপতি জ্ঞান-গুণাকর— করিতে প্রকাশ তীরে অবনীমণ্ডলে বিধাতা নিগ্ৰহ-ছলে— দিল তার অনুগ্রহ দান । ভারতের উজ্জ্বল গগনে তুমি দীপ্ত দিবাকর ! তবাশ্রয় আলোকে উদ্ভাসি— বিদ্যাপতি গাহিবে বিশাল বিশ্বে সমধুর পদাবলী ; কমনীয় কান্ত কাব্য কথা,— প্রেমের নিঝর যাহে বহিৰে ঘরায় । দীন আমি, অকৃতি অধম— WS