পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিদ্যাপতি । ы?ышыBыfhiDivн তৰী । ছি সই। কেন এই করুণ গান তোমার ? মিথিলার অধীশ্বর শিবসিংহ-সীমস্তিনী তুমি, লক্ষ প্রজার পূজার দেবী তুমি, স্বয়ং রূপ-নারায়ণ-পদাঙ্কিত মহারাজাধিরাজ তোমার আজাকারী—, কিসের অভাব তোমার সখি, যার জন্ত সকালে সন্ধ্যায়, দুপুরে নিশীথে, উৎসবে আরামে, শরতে বসন্তে—অহরহ কেবলই ঐ এক করুণ গান গেয়ে বেড়াও সই ? লছিমা । সখি, নাহি জানি কি দিব উত্তর ! তুচ্ছ নারী আমি, ক্ষুদ্রতম লতিকার প্রায় নিরাশ্রয় সংসার মাঝারে ; কীট হতে হীনা-ক্ষীণ-প্রাণ নগণ্য রমণী— এ প্রশ্নের না জানি উত্তর । অনাদি অনন্ত সেই অব্যক্তেব আশে— কেন প্রাণ কাদে হাহাকাবে, বর্ণিবারে সেই প্রহেলিকা, গণপতি হয় পরাজিত,

  • টুটে যায ব্ৰহ্মত্ব ব্ৰহ্মার,

শিব করে অশিবে আশ্রয়— অনন্তেব অন্ত নাহি পেয়ে । কেব৷ আমি, কেব৷ সেই জন, কিবা প্রয়োজন সাধনের তরে প্রেরিলেন মোরে— এ বিরাট মায়া রঙ্গমঞ্চে ; – জটিল রহস্ত ভাবি, দিবানিশি ভেসেছি সজনি