পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভাপতি । কিন্তু শেষবার শোন রাজা, বৃদ্ধ তব পিতৃবান্ধবের বাণী ; বৎসরের রাজকর হয়নি প্রেরিত দিল্লীশ্বর সম্রাট সদনে । রাজা আছে রাজকাৰ্য্য ভুলি— জ্ঞান-তৃষ-বশে—অগাধ অতলস্পর্শী জগনবাপীতলে নিমজ্জিত । প্রজা মুখে বলে হরি বোল— রাজকর নাহি দেয প্রেমের পীড়নে । এ হেন দুর্দিনে মুহুর্তেকে বিপৰ্য্যয় আশঙ্কা সতত । কেবা জানে কোন সে দুর্দিনে— দিল্লীর কোটালরূপী বাহুর কবলে— হবে স্নান, চির শুভ্র মিথিলার গৌরব চন্দ্রমা ! বৎস, পালিত এ বৃদ্ধ-কোলে শৈশব হইতে তুমি,— সেই অধিকারে তাত, শুভ্ৰশির এই সেবকের অনুরোধ— একবার মাসেকের তরে – রাজকাৰ্য্যে দেহ মন । শূন্ত রাজকোষ পূর্ণ কর রত্নধনে ; যাহে পুন দীর্ঘকাল ব্যাপী সাধনে মগন থাকা হইবে সম্ভব । অতি চমৎকার !

»ማ