পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אסי צ রবীন্দ্র-রচনাবলী মেয়েদের প্রবেশ প্রথম। হা গা, রথ চলল না এখনো, দেশমৃদ্ধ রইল উপোস করে ! কলিকালে ভক্তি নেই যে । মন্ত্রী তোমাদের ভক্তির অভাব কী বাছা, দেখি না তার জোর কত । প্রথম নমো নমো, নমো নমো বাবা দড়ি-ঠাকুর, অন্ত পাই নে তোমার দয়ার। নমো নমো ! দ্বিতীয়া তিনকড়ির মা বললে সতেরো বছরের ব্রাহ্মণের মেয়ে, ঠিকছুক্ষুর বেলা, বোম ভোলানাথ ব’লে তালপুকুরে— ঘাটের থেকে তিন হাতের মধ্যে— এক ডুবে তিন গোছ পাট-শিয়ালা তুলে ভিজে চুল দিয়ে বেঁধে দড়ি-প্রভুর কাছে পোড়ালে প্রভুর টনক নড়বে। জোগাড় করেছি অনেক যত্নে, সময় ও হয়েছে পোড়াবার । আগে দড়ি-বাবার গায়ে সি দুর-চন্দন লাগা ; ভয় কিসের, ভক্তবৎসল তিনি— মনে মনে শ্ৰীগুরুর নাম করে গায়ে হাত ঠেকালে অপরাধ নেবেন না তিনি । প্রথম তুই দে-ন ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলিস কেন। আমার দেওরপো পেট-রোগী, কী জানি কিসের থেকে কী হয়।