পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় 谭 & SS গুপ্তধন বঙ্গভাষা কাতিক >Wう> 8 রাসমণির ছেলে ভারতী আশ্বিন >\う)br পণরক্ষা ভারতী পৌষ 〉○>bア যজ্ঞেশ্বরের যজ্ঞ’, ‘উলুখড়ের বিপদ’ ও ‘প্রতিবেশিনী, এই তিনটি গল্প সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল কি না এখনো জানিতে পারা যায় নাই ; এইজন্ত গ্রন্থাকারে প্রকাশের তারিখ-অনুসারে —গল্পগুচ্ছ, মজুমদার এজেন্সি। প্রথম খণ্ডে ( আশ্বিন ১৩০৭) প্রতিবেশিনী, দ্বিতীয় খণ্ডে [ ১৯০১ ] যজ্ঞেশ্বরের যজ্ঞ’ ও ‘উলুখড়ের বিপদ’— সেগুলি বর্তমান খণ্ডে মুদ্রিত হইল। সাময়িক পত্রে প্রকাশিত গল্পগুলি এইরূপে সর্বপ্রথম গ্রন্থভুক্ত হয় : সদর ও অন্দর, উদ্ধার, দুবুদ্ধি, ফেল –গল্পগুচ্ছ ১, মজুমদার এজেন্সি, ১ আশ্বিন ১৩০৭ । শুভদৃষ্টি —গল্পগুচ্ছ ২, মজুমদার লাইব্রেরি [ ১৯০১ ]। নষ্টনীড় –হিতবাদীর উপহার রবীন্দ্র-গ্রন্থাবলী, ১৩১১। দর্পহরণ, মাল্যদান, রাসমণির ছেলে, পণরক্ষা —গল্প চারিটি [ ১৯১২ ] । মাস্টারমশায়, গুপ্তধন –গল্পগুচ্ছ ৫, ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩১৫ । ‘কর্মফল ১৩১৯ সালেই স্বতন্ত্র গ্রন্থাকারেও মুদ্রিত হয় ; এই গল্পটি কবি-কর্তৃক পুনলিখিত হইয়৷ ‘শোধবোধ’ নাটকরূপে ১৯২৬ সালে প্রকাশিত হয়। পারস্ত্যে ‘জাপানে-পারস্তে’ ১৩৪৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রথম প্রকাশিত হয়। উহার ‘জাপানে অংশে পূর্বপ্রকাশিত গ্রন্থ ‘জাপানযাত্রী’ ( ১৩২৬) এবং পারস্তে’ অংশে তৎকালীন নূতন রচনা পারস্তভ্রমণের বৃত্তান্ত একত্র গ্রথিত ও মুদ্রিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশের কালক্রমে ‘জাপানযাত্রী রবীন্দ্র-রচনাবলীর উনবিংশ । খণ্ডে মুদ্রিত হইয়াছে এবং রবীন্দ্রশতবার্ষিক সংস্করণ রূপে স্বতন্ত্র সংস্করণ পরিশিষ্ট ও গ্রন্থপরিচয় সংযুক্ত হইয়। জ্যৈষ্ঠ ১৩৬১ বঙ্গাবে প্রকাশিত হইয়াছে। বর্তমান খণ্ডে জাপানে-পারস্যে’ গ্রন্থের কেবলমাত্র ‘পারস্তে অংশ মুদ্রিত হইল। রবীন্দ্র-শতবর্ষপূর্তির উদ্যাপনে স্বতন্ত্র গ্রন্থাকারে পরিশিষ্ট ও গ্রন্থপরিচয় -যুক্ত পারস্যযাত্রী ২৫ বৈশাখ ১৩৭০ বঙ্গাব্দে প্রকাশিত হয় । ‘পারস্তে'র প্রথম পরিচ্ছেদ ১৩৩৯ সালের আষাঢ়-সংখ্যা প্রবাসীতে পারস্য-যাত্রা’ নামে বাহির হয় । ২ হইতে ১১ পরিচ্ছেদ পর্যন্ত অবশিষ্ট অংশ ১৩৩৯ সালের গ্রাবণ হইতে ১৩৪০-এর বৈশাখ-সংখ্যা পর্যন্ত বিচিত্রা মাসিক পত্রে ‘পারস্যভ্রমণ’ নামে , ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়।