পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পগুচ্ছ ২৯৭ ভূত্যের প্রবেশ ভৃত্য। সাহেববাড়ি হতে এই কাপড় এয়েছে। মন্মথ। নিয়ে যা কাপড়, নিয়ে যা। এখনি নিয়ে যা । বিধুর প্রতি দেখো, সতীশকে যদি আমি এ কাপড় পরতে দেখি তবে তাকে বাড়িতে থাকতে দেব না, মেসে পাঠিয়ে দেব, সেখানে সে আপন ইচ্ছামত চলতে পারবে। দ্রুত প্রস্থান শশধর । অবাক কাণ্ড । বিধু। (সরোদনে ) রায়মশায়, তোমাকে কী বলব, আমার বেঁচে সুখ নেই। নিজের ছেলের উপর বাপের এমন ব্যবহার কেউ কোথাও দেখেছে ? শশধর । আমার প্রতি ব্যবহারটাও তো ঠিক ভালো হল না। বোধ হয় মন্মথর হজমের গোল হয়েছে। আমার পরামর্শ শোনো, তুমি ওকে রোজ সেই একই ভালভাত খাইয়ে না। ও যতই বলুক-না কেন, মাঝে মাঝে মসলাওয়াল রান্না না হলে মুখে রোচে না, হজমও হয় না। কিছুদিন ওকে ভালো করে খাওয়াও দেখি, তার পরে তুমি যা বলবে ও তাই শুনবে। এ সম্বন্ধে তোমার দিদি তোমার চেয়ে ভালো বোঝেন । শশধরের প্রস্থান। বিধুমুখীর ক্ৰন্দন বিধবা জা । ( ঘরে প্রবেশ করিয়া, আত্মগত ) কখনো কান্না, কখনো হাসি— কত রকম যে সোহাগ তার ঠিক নেই– বেশ আছে। দীর্ঘনিশ্বাস ও মেজবউ, গোসাঘরে বসেছিস । ঠাকুরপোকে ডেকে দিই, মানভঞ্জনের পালা হয়ে যাক । অষ্টম পরিচ্ছেদ নলিনী। সতীশ, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলি, রাগ কোরো না। সতীশ । তুমি ডেকেছ বলে রাগ করব, আমার মেজাজ কি এতই বদ । নলিনী। না, ও-সব কথা থাকৃ। সকল সময়েই নদী-সাহেবের চেলাগিরি