পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$88 রবীন্দ্র-রচনাবলী সৈনিক কী হবে তার ফল ? কবি যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে। প। যখন হয় বেতালা তখন ক্ষুদে ক্ষুদে খালখন্দগুলো মারমূর্তি ধরে। মাতালের কাছে রাজপথও হয়ে ওঠে বন্ধুর। মেয়েদের প্রবেশ প্রথমা এ হল কী ঠাকুর | তোমরা এতদিন আমাদের কী শিখিয়েছিলে । দেবতা মানলে না পুজো, ভক্তি হল মিছে। মানলে কিনা শুদ্ধরের টান, মেলেচ্ছের ছোওয়া ! ছি ছি, কী ঘেন্না। কবি পুজো তোমরা দিলে কোথায়। দ্বিতীয়া এই তো এইখানেই । ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গাজল— রাস্তা এখনো কাদা হয়ে আছে। পাতায় ফুলে ওখানটা গেছে পিছল হয়ে । কবি পুজো পড়েছে ধুলোয়, ভক্তি করেছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে। সে থাকে মানুষে মামুষে বাধা, দেহে দেহে প্রাণে প্রাণে । সেইখানে জমেছে অপরাধ, বাধন হয়েছে দুর্বল । তৃতীয়া আর ওরা— যাদের নাম করতে নেই ?