পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালের যাত্রা ভিতরে ভিতরে ফাক হয়ে গেছে, আলগা হয়েছে বাধনের জোর । তোমরা কেবল ওর ক্ষত বাড়িয়েই চলবে, বলের মাতলামিতে দুর্বল করবে কালকে । সরে যাও, সরে যাও ওর পথ থেকে । ধনপতির অনুচরবর্গের প্রবেশ প্রথম ধনিক এটা কী গো, এখনি হু চট খেয়ে পড়েছিলুম। দ্বিতীয় ধনিক ওটাই তে রথের দড়ি । চতুর্থ ধনিক বীভৎস হয়ে উঠেছে, যেন বাসুকি ম’রে উঠল ফুলে । প্রথম সৈনিক কে এরা সব । দ্বিতীয় সৈনিক আংটির হীরে থেকে অালোর উচ্চিংড়েগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছে চোখে । প্রথম নাগরিক ধনপতি শেঠির দল এর । প্রথম ধনিক আমাদের শেঠজিকে ডেকেছেন রাজা । সবাই আশা করছে, তার হাতেই চলবে রথ । দ্বিতীয় সৈনিক সবাই বলতে বোঝায় কাকে বাপু ? আর তারা আশাই বা করে কিসের । [ প্রস্থান