পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& So রবীন্দ্র-রচনাবলী f শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সপ্তপঞ্চাশত্তম জন্মোৎসব-উপলক্ষে [ ভাদ্র ১৩৩৯ ] লিখিত রবীন্দ্রনাথের একটি পত্রের প্রাসঙ্গিক অংশ নিম্নে উদ্ভূত হইল— তোমার জন্মদিন উপলক্ষে ‘কালের যাত্রা' -নামক একটি নাটিকা তোমার নামে উৎসর্গ করেছি। আশা করি, অামার এ দান তোমার অযোগ্য হয় নি। বিষয়টি এই— রথযাত্রার উংসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে, মহাকালের রথ অচল । মানবসমাজের সকলের চেয়ে বড়ো দুৰ্গতি, কালের এই গতিহীনতা । মামুষে মানুষে যে সম্বন্ধবন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি । সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানবসম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ । এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের বিশেষভাবে পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহবান করেছেন তার রথের বাহনরূপে ; তাদের অসম্মান ঘুচলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে চলবে। কালের রথযাত্রার বাধা দূর করবার মহামন্ত্র তোমার প্রবল লেখনীর মুখে সার্থক হোক, এই আশীৰ্বাদ-সহ তোমার দীর্ঘজীবন কামনা করি । —বিচিত্রা । কাতিক ১৩৩৯, পৃ. ৪৯২ গল্পগুচছ বর্তমান খণ্ডে প্রকাশিত গল্পগুলির অধিকাংশই সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল। নিম্নে প্রকাশস্থচ মুদ্রিত হইল— সদর ও অনদর প্রদীপ আষাঢ় ס\ צ o ף উদ্ধার ভারতী শ্রাবণ >○ o" দুবুদ্ধি ভারতী ভাদ্র > ○e" cधव्ल ভারতী আশ্বিন > こo " শুভদৃষ্টি প্রদীপ আশ্বিন ר ס ס\ צ নষ্টনীড় ভারতী বৈশাখ-অগ্রহায়ণ ১৩০৮ দর্পহরণ दत्र झ*ॉन फांस्तुन we S) মাল্যদান বঙ্গদর্শন চৈত্র ۰ هد« কর্মফল কুন্তলীন পুরস্কার বার্ষিকী ১৩১• মাস্টারমশায় প্রবাসী আষাঢ়-শ্রাবণ ১৩১৪