পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযোজন হে স্তন্ধবাণী, কারে দিবে আনি নন্দনমন্দারমাল্যখানি, বরমাল্যখানি, প্রিয়- বন্দনগান-জাগানে। রাতে শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে । ২৭ সেপ্টেম্বর ১৯৩৪ سb মায়াবন-বিহারিণী হরিণী, গহনস্বপনসঞ্চরিণী, কেন তারে ধরিবারে করি পণ, অকারণ । থাকৃ থাকৃ নিজমনে দুরেতে, আমি শুধু বঁাশরীর স্বরেতে পরশ করিব ওর প্রাণমন, অকারণ চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত অtফুল হবে অমুখন, অকারণ । দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বঁধিব, বঁiধনবিহীন সেই যে বঁাধন, অকারণ ॥ ২৯ সেপ্টেম্বর [ ১৯৩৪ ] వి কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে, মিলনের মাঝে বিরহকারায় বাধা রে । সমুখে রয়েছে স্থধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার, কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে । ミミ購。 i.