পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X oWり রবীন্দ্র-রচনাবলী 'ල নমো নমো শচীfচতরঞ্জন সস্তাপভঞ্জন নবজলধরকাস্তি ঘননীল অঞ্জন, নমো হে, নমো নমো । নন্দনবীথির ছায়ে তব পদপাতে নব পারিজাতে উড়ে পরিমল মধুরাতে, নমো হে, নমো নমো । তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জীরবন্ধে জেগে ওঠে গুঞ্জন মধুকরগঞ্জন নমো হে, নমো নমো ! [ পানাকুরা। সিংহল ২৬ মে ১৯৩৪ ] 8 হে সখা, বারত পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে । কেন বঞ্চনা কর মোরে, কেন বঁাধ অদৃশু ডোরে, দেখা দাও দেহমন ভ’রে মম নিকুঞ্জবনে । দেখা দণও চম্পকে রঙ্গনে, দেখ দাও কিংশুকে কাঞ্চনে । কেন শুধু বঁাশরীর স্বরে ভুলায়ে লয়ে যাও দূরে, যৌবন-উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে । ১৭ সেপ্টেম্বর ১৯৩৪